ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের অভিযোগে হাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. সাখওয়াত হোসেন সোহাগ এবং এইচএসটিইউর অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফুজার রহমান রনি।

গত ২ ও ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী পৃথকভাবে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে তাদের দুজনকে একাডেমিক সেশন থেকে ১ বছরের জন্য এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হাবিপ্রবি কর্মকর্তারা জানান, স্টুডেন্ট অর্ডিনেন্স ও ডিসিপ্লিনের ধারা ১৪ এবং ১৫ অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ আগস্ট তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলেও গতকাল বৃহস্পতিবার থেকে স্থায়ী বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। হাবিপ্রবি উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এ বহিষ্কারাদেশ জারি করেন।

হাবিপ্রবির প্রক্টর মামুনুর রশিদ বলেন, ‘২ নারী শিক্ষার্থীর অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি যৌন নিপীড়ন সুরক্ষা কমিটির কাছে পাঠায়। কমিটি পরে অভিযোগকারী ও অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে সব প্রমাণ, সাক্ষী ও বক্তব্য পরীক্ষা করে অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করে।’সুরক্ষা কমিটির পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৭ সেপ্টেম্বর ২০২৪

যৌন নিপীড়নের অভিযোগে হাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত সময় :- ১০:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. সাখওয়াত হোসেন সোহাগ এবং এইচএসটিইউর অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফুজার রহমান রনি।

গত ২ ও ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী পৃথকভাবে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে তাদের দুজনকে একাডেমিক সেশন থেকে ১ বছরের জন্য এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হাবিপ্রবি কর্মকর্তারা জানান, স্টুডেন্ট অর্ডিনেন্স ও ডিসিপ্লিনের ধারা ১৪ এবং ১৫ অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ আগস্ট তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলেও গতকাল বৃহস্পতিবার থেকে স্থায়ী বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। হাবিপ্রবি উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এ বহিষ্কারাদেশ জারি করেন।

হাবিপ্রবির প্রক্টর মামুনুর রশিদ বলেন, ‘২ নারী শিক্ষার্থীর অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি যৌন নিপীড়ন সুরক্ষা কমিটির কাছে পাঠায়। কমিটি পরে অভিযোগকারী ও অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে সব প্রমাণ, সাক্ষী ও বক্তব্য পরীক্ষা করে অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করে।’সুরক্ষা কমিটির পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজবিজয়২৪/এফএইচএন