ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক
  • "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ১১:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • 28

দ্বিতীয় মেয়াদে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) ক্যাপিটল হিলের ইনডোরে রোটুন্ডায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতি বছর শপথ গ্রহণ অনুষ্ঠানটি ক্যাপিটাল হিলের বাইরে পশ্চিম লনে অনুষ্ঠিত হলেও এবারে বিরুপ আবহাওয়ার কারণে তা সরিয়ে নেওয়া হয়।

চার বছর পরপর দেশটিতে নতুন বা পুনর্নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এবার কিছু ভিন্নতা দেখা যাবে।

তার এই শপথ অনুষ্ঠানে পুরো বিশ্বের বড় বড় নেতারা উপস্থিত ছিলেন। যারা থাকতে পারেননি তারাও বার্তার মাধ্যমে তাকে অভিবাদন জানিয়েছেন।

মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়। গত কয়েক বছরে সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথবাক্য পাঠ করিয়েছেন।

শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের ওপর দায়িত্ব পড়ে যায় পুরো বিশ্বের ভাগ্য নির্ধারনের। ইতোমধ্যে বাইডেনের একাধিক নীতি বাতিল করে ট্রাম্পের আগের নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ট্রাম্প।

দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ১০০ আদেশ বাতিলের হুশিয়ারিও দিয়েছেন তিনি। তার পরিকল্পনায় তিনি তা স্পষ্ট করেছেন।

বিশেষজ্ঞদের মতে, হোয়াইট হাউজের এবারের দৌড়ে ট্রাম্প বিশ্বকে কোন দরবারে নিয়ে পৌছায় সেটাই এখন দেখবার বিষয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

পুরোদমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

"নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ১১:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় মেয়াদে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) ক্যাপিটল হিলের ইনডোরে রোটুন্ডায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতি বছর শপথ গ্রহণ অনুষ্ঠানটি ক্যাপিটাল হিলের বাইরে পশ্চিম লনে অনুষ্ঠিত হলেও এবারে বিরুপ আবহাওয়ার কারণে তা সরিয়ে নেওয়া হয়।

চার বছর পরপর দেশটিতে নতুন বা পুনর্নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এবার কিছু ভিন্নতা দেখা যাবে।

তার এই শপথ অনুষ্ঠানে পুরো বিশ্বের বড় বড় নেতারা উপস্থিত ছিলেন। যারা থাকতে পারেননি তারাও বার্তার মাধ্যমে তাকে অভিবাদন জানিয়েছেন।

মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়। গত কয়েক বছরে সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথবাক্য পাঠ করিয়েছেন।

শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের ওপর দায়িত্ব পড়ে যায় পুরো বিশ্বের ভাগ্য নির্ধারনের। ইতোমধ্যে বাইডেনের একাধিক নীতি বাতিল করে ট্রাম্পের আগের নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ট্রাম্প।

দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ১০০ আদেশ বাতিলের হুশিয়ারিও দিয়েছেন তিনি। তার পরিকল্পনায় তিনি তা স্পষ্ট করেছেন।

বিশেষজ্ঞদের মতে, হোয়াইট হাউজের এবারের দৌড়ে ট্রাম্প বিশ্বকে কোন দরবারে নিয়ে পৌছায় সেটাই এখন দেখবার বিষয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন