লালমনিরহাট, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫: লালমনিরহাটে রেল ও সড়ক পথের যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে নতুন একটি সংগঠন গঠিত হয়েছে। “লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ” নামের এই সংগঠনের প্রথম কমিটি গঠন করা হয়েছে শুক্রবার রাত সাড়ে ৮টায়।
সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ বিজয় ২৪.কম পত্রিকার প্রকাশক ও সাংবাদিক মোহাম্মদ ফারুক হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুল আলম বুলেট। মোট ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং যাত্রী সেবায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করবে।
সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো যাত্রীদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানো এবং তাদেরকে সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য “লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ” এর নামে একটি হট লাইন মোবাইল নাম্বার থাকবে ২৪ ঘন্টার জন্য যাত্রীদের সেবা প্রদান করা হবে। আমরা চাই যাত্রীরা নিরাপদ, স্বস্তিদায়ক এবং সুশৃঙ্খল ভ্রমণের অভিজ্ঞতা লাভ করুক।”
সম্পাদক শামসুল আলম বুলেট জানান, “ যাত্রার সময় যাত্রীদের নানান অসুবিধা হয়। আমরা সেই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেব। আমাদের এই সংগঠন যাত্রীদের মতামত এবং পরামর্শের ভিত্তিতে কাজ করবে।”
লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ স্থানীয় যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেবে। সংগঠনের নেতারা আশা করছেন, তাদের এই উদ্যোগ রেল ও সড়ক পথে যাত্রী সেবার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
প্রতিষ্ঠাকালীন কমিটির অন্যান্য সদস্যদের নাম,সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মহিউদ্দিন মতি, সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ন সম্পাদক ফিরোজ হোসেন, সম্পাদক আসাদুজ্জামান নুর সাবু ,সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, অফিস ও পাঠাগার সম্পাদক সজীব আব্দুল্লাহ, প্রচার সম্পাদক নুর ইসলাম তরন, আইন ও প্রশাসন সম্পাদক সম্পাদক জাহাঙ্গীর আলম, মিডিয়া সম্পাদক দীপ্ত রায়, যুব ও ক্রিয়া সম্পাদক সোহেল রানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহির খান।
কার্যকরী সদস্য, আসাদুজ্জামান, শাহজাহান আলী শামীম, আশরাফুল ইসলাম, তারেক জিয়া, রূদবাতুল শাকিল, তাওহিদ, মনোয়ার হোসেন। সংগঠনটি ভবিষ্যতে রেল ও সড়ক পথে যাত্রীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন