বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে টেকনাফ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার জানান, গ্রেফতার আবুল হাসান কক্সবাজার জেলা পুলিশের হেফাজতে আছেন। তাকে ঢাকায় পাঠানো হবে।
এর আগে সোমবার দুপুরে একই হত্যা মামলায় গ্রেফতার শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহাদাৎ আলীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২০ আগস্ট নিহত তাইমের মা মোসা. পারভীন আক্তার ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যদের পাশাপাশি পুলিশের এডিসি শাকিল মোহাম্মদ শামীম ও এসি তানজিল আহমেদও আসামি করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফ এইচ এন.