মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বিদেশ ফেরত সোহেল চৌধুরীকে সম্মননা প্রদান করেছেন স্কলার্স বাংলাদেশ সোসাইটি (এনআরবি)।
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হাত থেকে পুরস্কার নেয় সোহেল চৌধুরী।
সোহেল চৌধুরী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘ অনেক বছর দক্ষিন করিয়াতে কর্মরত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম।
অনুষ্ঠান পরিচালনা করবেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।
এ বিষয়ে সোহেল চৌধুরী বলেন, আমি খুবই আনন্দিত। বিদেশ ফেরত দের জন্য এ ধরনের উদ্যেগ আরও বেশি বেশি নেওয়া উচিত।
আরও পড়ুন>> নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়: দীপু মনি
নিউজবিজয়২৪/এফএইচএন