ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহত ৫ হাজার ৮০০ ছাঁড়িয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ১ হাজার ৭৫৬ জন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় ৯৬৭ জন নারী এবং ১১ জন সাংবাদিক রয়েছেন।
ইসরায়েলি বাহিনীর এ হামলায় ফিলিস্তিনের আহত হয়েছেন ১৩ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ২০০০ শিশু ও ১৪০০ নারী রয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় ১৪০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ৭২০ জন শিশু রয়েছে।
অন্যদিকে গত দুই সপ্তাহে ইসরায়েলের পশ্চিম তীরে নিহত হয়েছে ৮৪ জন নাগরিক। তাদের মধ্যে ৩০ জন নারী ও শিশু রয়েছে।
এ ছাড়া এ সময়ে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের ১৪০৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত হামাসের হাতে ২১০ ইসরায়েলি সেনা ও বেসামরিক লোক বন্দি হয়েছেন। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।