দেশে গত এক দিনে আরো ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ৩১ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৬৭ শতাংশ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর আসেনি। ফলে মহামারিতে মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ১৩০ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরো ২২৮ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ৩৮৫ জন সেরে উঠলেন।
নতুন শনাক্ত ৩৪ রোগীর মধ্যে ২৭ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া টাঙ্গাইলের দুইজন, কক্সবাজারের চারজন এবং ফরিদপুরের একজন রোগী শনাক্ত হয়েছে।