◽মাল সমাচার◽🌾
Ali Akhtar Golam Kibria
আমার প্রিয় শব্দগুলোর মধ্যে একটি হলো ‘মাল’। এই শব্দটি ভালো লাগার প্রধান কারণ হলো, মাল শব্দের প্রথম অক্ষর মা। মা হচ্ছেন আমাদের জীবনে শ্রেষ্ঠ মানুষ, মা ডাক শ্রেষ্ঠ, এক অক্ষরের এই মা শব্দটির উচ্চারণ অনবদ্য। হৃদয়ের সংমিশ্রণে মা শব্দটি আমাদের জীবনে হয়ে আছে নির্মল এবং আকাশের মতো উদার ও প্রাঞ্জল। অবশ্য মা শব্দের সঙ্গে মাল-এর কোনো সম্পর্ক নেই। শব্দদুটি আলাদা।
মাল শব্দে মা আছে বলে এই শব্দটিতে আমি এক ধরনের পবিত্রতা খুঁজে পাই। কাউকে উদ্দেশ্য করে মাল শব্দটি যারা নিকৃষ্ট অর্থ বোঝানোর জন্য প্রয়োগ করেন, আমি তাদের বিপক্ষে। মাল শব্দটির ইংরেজি Goods, তাই বলে এটি Good শব্দের বহুবচন নয়। Goods অর্থ মাল, এটি বিশেষ্য পদ। Good অর্থ ভালো, এটি বিশেষণ পদ। শব্দদুটি আলাদা হলেও Goods শব্দে Good আছে বলে আমার ভেতরে এক ধরনের ভালোলাগার অনুরণন কাজ করে।
একবার মালদ্বীপে গিয়েছিলাম। মালদ্বীপকে বলা হয় আইল্যাণ্ড অফ প্যারাডাইস, বাংলায় স্বর্গের দ্বীপ। সাগরের মাঝখানে খণ্ড খণ্ড দ্বীপের সমন্বয়ে এই দেশটিতে সুনীল সাগরের উন্মাদনা দেখেছি, সাগরের সভ্যতা দেখেছি, প্রাণজুড়ানো বাতাসে অপরূপ দৃশ্য দেখতে দেখতে সবকিছু যেন স্বপ্নের মতো মনে হয়েছিল। মনে হয়েছিল, এই দেশে আমাকে নির্বাসন দেওয়া হলে মন্দ হবে না। এই মালদ্বীপ নামটিতে মাল রয়েছে, মাল শব্দে নীরবে জড়িয়ে আছেন মা। তাই দেশটিতে আমি নিরাপদ থাকবো। মায়ের কাছে সব সন্তান সকল সময়ের জন্য নিরাপদ। তাই মালদ্বীপের প্রতি আমার দুর্বলতা সীমাহীন।
আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আমার ভালো লাগতো। মুহিত সাহেবকে ভালো লাগার কারণ হলো, তাঁর নামের মাঝখানে ‘মাল’ রয়েছে। তিনি যখন এরশাদের অর্থমন্ত্রী ছিলেন, তখন তাঁকে এতোটা ভালো লাগতো না। কারণ ‘মাল’কে সেসময় আড়াল করে রাখা হয়েছিল। তখন অর্থমন্ত্রীর নাম সংক্ষেপে উচ্চারণ করা হতো ‘এএমএ মুহিত।’
যাহোক, মাল শব্দটি যেখানেই যে-অবস্থায় থাক, দুর্বলতা আমাকে ঘিরে ফেলবেই। দেখুন, মালের লোভে আমি মালদারের প্রতি দুর্বল হচ্ছি না, মালদার শব্দে মাল আছে, তাই আমি দুর্বল। হোক সেটা পয়মাল, খামাল, জামাল, মালামাল, কামাল, এককথায় মালসমৃদ্ধ শব্দগুলোর প্রতি আমি দুর্বল, খুবই দুর্বল।
আপনারা জানেন, মাল অর্থ ক্রয়বিক্রয় বা ব্যবসার জন্য পণ্যসামগ্রী। এটি বিশেষ্য পদ। সরকারকে যিনি খাজনা দেন তাকে বলা হয় মালগুজার। মালগুজারি করেন বলে আমি তার প্রতি দুর্বল নই। মালগুজার শব্দে মাল আছে, তাই আমি দুর্বল।
মালগাড়ি, মালকাছা, মালকাটা, মালকিন, মালকোশ, মালখানা, মালগুদাম, মালজমি, মালজামিন, মালঝাঁপ, মালবাহী, মালভূমি, মালমসলা, মালমাত্তা, মালশাট, মালপোয়া – এরকম অনেক শব্দ আমাদের বাংলাভাষায় রয়েছে। সব শব্দের প্রতি আমি সমানভাবে দুর্বল। কারণ একটাই।
আমার এক বন্ধু কথা প্রসঙ্গে বলছিলেন, ‘কষ্ট করে মাল কামাই করেছি। আমার মাল আমি আমার তোষকের নিচে রাখবো। মাল দিয়ে মাল কামাবো। এটা কি চোরাইমাল যে ভয়ে বেসামাল হবো!’
কথাগুলো শুনতে ভালো লেগেছিল। কারণ চোরাইমাল, বেসামাল – সেখানেও মাল রয়েছে। যেখানেই যে অবস্থায় মাল শব্দটি থাকুক না কেন, শব্দটি আমার কাছে ভীষণ প্রিয়। কারণ মাল শব্দের প্রথম অক্ষর মা।⌨️