ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাদরাসায় যাওয়ার পথে নৌকাডুবিতে ০৩ শিক্ষার্থী নিখোঁজ,একজনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের এক ঘণ্টা পর শাপলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন অপর দুই শিশু শিক্ষার্থী।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর আলগী গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিহত শাপলা আক্তার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে গফরগাঁও (পাগলা) থানার বিরুই নদীর পাড় আলীয়া মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। অপর দুই শিক্ষার্থীরা হলেন, উপজেলার একই গ্রামের হাবীব মিয়ার ছেলে আবির (৭) এবং এ মুক্তার উদ্দিনের ছেলে জুবায়ের (৯)। দু’জনই যথাক্রমে ওই মাদরাসার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ‘প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়নের চরআলগী এলাকা থেকে ডিঙি নৌকাযোগে নয়জন শিক্ষার্থী পার্শবর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই নদীর পাড় দাখিল মাদরাসায় যাচ্ছিল। তীব্র ঢেউয়ের কারণে নদের মাঝপথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও বাকি তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয় । প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাপলা নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এখনো উদ্ধার কাজ চলমান।
ঘটনাস্থল থেকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, হৃদয়বিদারক এ ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। যতক্ষণ না নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

ইতিহাসের এই দিনে: ১৫ জুলাই-২০২৫

মাদরাসায় যাওয়ার পথে নৌকাডুবিতে ০৩ শিক্ষার্থী নিখোঁজ,একজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময়:- ০৭:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের এক ঘণ্টা পর শাপলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন অপর দুই শিশু শিক্ষার্থী।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর আলগী গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিহত শাপলা আক্তার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে গফরগাঁও (পাগলা) থানার বিরুই নদীর পাড় আলীয়া মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। অপর দুই শিক্ষার্থীরা হলেন, উপজেলার একই গ্রামের হাবীব মিয়ার ছেলে আবির (৭) এবং এ মুক্তার উদ্দিনের ছেলে জুবায়ের (৯)। দু’জনই যথাক্রমে ওই মাদরাসার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ‘প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়নের চরআলগী এলাকা থেকে ডিঙি নৌকাযোগে নয়জন শিক্ষার্থী পার্শবর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই নদীর পাড় দাখিল মাদরাসায় যাচ্ছিল। তীব্র ঢেউয়ের কারণে নদের মাঝপথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও বাকি তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয় । প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাপলা নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এখনো উদ্ধার কাজ চলমান।
ঘটনাস্থল থেকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, হৃদয়বিদারক এ ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। যতক্ষণ না নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন