
গতকাল দুপুর ১২ টায় দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী মাদকের বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং কিশোর গ্যাং যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন। এছাড়াও নগরঘাট-রেলিগেট ফেরিঘাটে অতিরিক্ত টোল ও রেলিগেট পাড়ের চাঁদাবাজি বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। সকলকে তার নিজ নিজ জায়গা থেকে কাজ করে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজি জিয়াউর রহমান, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আক্তার, সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যাক্ষ খান মোহাম্মদ রওশন আলী, মুক্তিযুদ্ধা গাজী আজগর আলী, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম, দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান, আড়ংঘাটা ও খানজাহান আলী থানার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সহ সুধীজন ও সাংবাদিকবৃন্দ।