
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।
৮ এপ্রিল, রোজ শনিবার খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক মহালছড়ি নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার ও দোয়া মাহফিল করা হয়।
উক্ত মাহফিলে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে উপস্থিত ছিলেন,মহালছড়ি ছাত্রলীগের সভাপতি, রনজিৎ দাশ, সহ-সভাপতি মনিশংকর চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না, মোঃ রবিউল হোসেন, বাপ্পা মজুমদার, কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন, প্রকাশ আচার্য্য, উজ্জ্বল মিয়াসহ কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশের উন্নয়নের দেশরত্ন ও কৃষিতে সমৃদ্ধির কৃষকরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারিরীক সুস্থতা দীর্ঘায়ু ও বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দেশের জনগণের মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়।