খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক’কে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাত ২:০০টার সময়, মহালছড়ি থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন (৩৯), (পিতা: মৃত আবদুর রাজ্জাক, মাতা: মোছা: আলেয়া বেগম) কে ক্যায়াংঘাট গুচ্ছগ্রাম থেকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার মাইসছড়িতে বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । পাহাড়ের পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল রাখতে মহালছড়ি থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন