দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপিকে মনোনয়ন না দেওয়ায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভে লাগাতার বিক্ষোভ সমাবেশ করছেন হাজার হাজার মানুষ। গত ৩ দিন যাবৎ মানববন্ধন করছেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সাধারণ ভোটাররা। এঅ লের সাধারণ ভোটারদের দাবী গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা আব্যাহত রাখতে আবাও জাকির হোসেন এমপিকে নমিনেশণ দেওয়া হোক। বিক্ষোভকারিদের দাবী যাকে মনোনয়ন দেওযা হয়েছে সে ঢাকায় জীবনযাপন করেন এআসনে তার কোন পরিচিতি নেই। ফলে আমরা তাকে মানিনা মানবনা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামগুঞ্জেন সাধারন মানুষ গলো রাস্তায় নেমে লাগাতার বিক্ষোভে জাকির হোসেনকে নমিনেশণ দেওয়া হোক। জাকির হোসেন এমপিকে নমিনেশণ না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মানববন্ধন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছে বিক্ষোভকারিরা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারিরা। বিক্ষোভ শেষে গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির বাসভবনে অনশণ করেন ১০ ঘন্টা ব্যাপী। লাগারতার বিক্ষোভের সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রাম এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ জাকির হোসেন এমপির ভূক্ত ও অনুসারিরা এসে এসমাবেশ করছেন। ভক্তদের দাবী এই আসনটি ঐতিপূর্বে বিভিন্ন দল থেকে এমপি হয়েছে এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি তারা। জাকির হোসেন এমপি তাদের কাছ থেকে এই আসনটি পুনরুউদ্ধার করে এই এলাকার উন্নয়নের ¯্রােত বয়ে আনে। আর সেই উদ্ধারকৃত আসনটিতে হঠাৎ করে এক অচেনা ব্যাক্তি বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি আমরা মানিনা মানবনা এমন দাবিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জ্ামান,ঃ হোসনেয়ারা,ঃতানজিনা বেগম,ঃছকিনা খাতুন,ঃ খালেদা নাহিদসহ আরও অনেকেই।
নিউজবিজয়/এফএইচএন
ব্রেকিং :-
মনোনয়ন না দেওয়ায় লাগাতারা বিক্ষোভ সমাবেশ করছেন কুড়িগ্রাম ৪ আসনের সাধারণ জনতারা
- মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
- প্রকাশিত সময় :- ০৬:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- 310
জনপ্রিয় সংবাদ