ভোলার তেঁতুলিয়া নদীতে শনিবার (২৮ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার বিভিন্ন অবৈধ নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার মাঘমারা ব্রিজ সংলগ্ন কোড়ালিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়।
এ সময় ২৫ পিস বেহুন্দি জাল, ৩০ হাজার মিটার পই জালসহ ১ হাজার মিটার মশারী জাল জব্দ করেছে। যার মূল্য প্রায় ২৭ লক্ষ ৮৫ হাজার টাকা। জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া গত বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার চর বৈরাগী, গাজিপুর চর এবং দৌলতখান উপজেলার মদনপুর চর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০ লক্ষ মিটার অবৈধ চর ঘেরা জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। যার মূল্য প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের এ মিডিয়া কর্মকর্তা।