ভোলার ইলিশা সড়ক পথো একটি ট্রাকের চাপায় একটি বোরাক চুরমার হয়ে নিহত হন স্কুল ছাত্রী মাইসা এবং একই পরিবারের মা সহ তিন শিশু গুরুতর আহত৷ তাদের কে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এলাকার সংশ্লিষ্টরা জানান যে দুটো গাড়ী বেপরোয়া ভাবে চালিয়ে আসছিলো, এবং হঠাৎ করে পিছন থেকে ট্রাকটি এসে বোরাকটির উপরে উঠিয়ে দেয়। এতে করে প্রান হারায় মাইসা নামক এক স্কুল ছাত্রি। এবং মা সহ একই পরিবারের তিন শিশু গুরুতর আহত হয়।
ওই ঘাতক ট্রাকটি কে এলাকাবাসি জব্দ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।