ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক কণ্যা শিশুর মৃত্যু হয়। ওই কণ্যা শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত আবাসকি মেডিকেল অফিসার ডাঃ আবু সালেহ মোহাম্মদ ইদ্রিস মৃত ঘোষণা করে। বুধবার দুপুর ১২ঃ৩০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা কবিরের পুকুরে এই ঘটনা ঘটে। মৃত শিশুটি উপজেলার সদর হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবিরের দেড় বছরের শিশু কণ্যা নুসাইবা।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ওই মৃত কণ্যা শিশুর মা রান্না ঘরে রান্নার কাজে ব্যাস্ত ছিল। এই ফাঁকে ঘর থেকে শিশু কণ্যা নুসাইবা বের হয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এর কিছুক্ষণ পর মৃত শিশুটিকে ঘর দেখতে না পেয়ে বড় বোন তামান্না খোঁজ করতে থাকে। পরে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাঃ আবু সালেহ মোহাম্মদ ইদ্রিস মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু সালেহ মোহাম্মদ ইদ্রিস জানান, পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা যায়।
ব্রেকিং :-
ভোলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
- কাজী এহসানুল হক জিহাদ(ভোলা প্রতিনিধি
- প্রকাশিত সময় :- ১২:০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- 465
জনপ্রিয় সংবাদ