মোঃ শাহীন ফকির, বিপিএম, অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়ন হইতে দুই মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
২৫-০৫-২০২২ তারিখ ১৫:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ মহিউদ্দিন জুয়েল, বোরহানউদ্দিন থানা, ভোলা সংগীয় অফিসার এসআই(নিঃ/মোঃ মাহাতাব হোসেন, এএসআই(নিঃ/মোঃ আবু সাইদ বাবুল, কনস্টেবল/৫৮৫ মোঃ আবুল হোসেন, মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮নং ওয়ার্ডস্থ বাইনের বাড়ী হুমায়ুনের বাড়ীর সুপারী বাগান হইতে আসামী ১। মোঃ মিজান (২৮), থানা-শশীভূষন, জেলা-ভোলা, এ/পি-উদয়পুর ৩নং ওয়ার্ড, (মালের বাড়ী) থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা, ২। মোঃ শাকিল (২২), থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদ্বয়ের নিকট হইতে ৫১০ (পাঁচশত দশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।