ভোলার লালমোহনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির মটরসাইকেলের ধাক্কায় আব্দুল জলিল সর্দার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় লালমোহন উপজেলার আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল সর্দার উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের রহমানী সর্দারের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন।
এসময় বোরহানউদ্দিনের দিকে যাওয়া একটি দ্রুতগতির মটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল জলিল সর্দার। এসময় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বৃদ্ধ জলিল সর্দারের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ভোলা নেয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়েছে। তবে এ ঘটনায় কারও অভিযোগ নেই।