ভোলার লালমোহন থানার আয়োজনে লালমোহন থানাধীন বদরপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ মে (মঙ্গলবার) লালমোহন থানার আয়োজনে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ জনাব মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব জহুরুল ইসলাম হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার।
এসময় লালমোহন থানার বদরপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।