দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী নাজিউর রহমান কলেজে ক্লাইমেট ক্লাব গঠন করল ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।
আজ সোমবার, ২৩ মে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভোলার উদ্যোগে ভোলার নাজিউর রহমান কলেজে ক্লাইমেট গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভোলা জেলার ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), সহ সমন্বয়কারী মোঃ কাজী এহসানুল হক জিহাদ সহ ইয়ুথনেট, ভোলা জেলা টিমের সদস্যরা।
এসময় নাজিউর রহমান কলেজের একাদশ শ্রেনির ছাত্রী রিতু কে ক্লাইমেট ক্লাবের টিম লিডার এবং একাদশ শ্রেনির ছাত্র জাহিদুল শান্তকে কো-লিডার করে টিম গঠন করা হয়। ক্লাইমেট ক্লাবের সদস্যরা হলেন নাজিউর রহমান কলেজের শিক্ষার্থী আঁখি, ইয়ামিন, ফারহান, শারমীন, সাথী, হাবিবা, আকলিমা, সানজিদা, তানহা, রিফতি সহ আরো অনেকে।
নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মাকসুদুর রহমান ইয়ুথনেট, ভোলা জেলা টিমের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী মোঃ সোহানুর রহমান জানান, জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সংগঠিত করে সচেতনতা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু ক্লাব তরুণদের মধ্যে শিক্ষা ও সচেতনতা ছড়াতে বিরাট ভূমিকা রাখবে।
এসময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভোলার সমন্বয়কারী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ইয়ুথনেটের উদ্যোগে ভোলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাইমেট ক্লাব গঠনের কাজ চলমান রয়েছে।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভোলা জেলার সহ সমন্বয়কারী মোঃ কাজী এহসানুল হক জিহাদ বলেন, আমরা ভোলায় ইয়ুথনেট এর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছি।