ভোলার চরফ্যাশনে ট্রাক্টরের ধাক্কায় নাহার বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও মেয়ে আহত হয়েছে। শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের শরিফ পাড়া ব্রাদার্স ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাহার বেগম (৫০) উপজেলার জাহানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী। এ ঘটনায় আহত তার মেয়ে নিলাকে (১০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী জাকিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মোটরসাইকেলযোগে জাকির হোসেন স্ত্রী-মেয়েকে নিয়ে শশীভূষণের জাহানপুর থেকে চরফ্যাশন আসছিল। এ সময় শরিফ পাড়া তেলের পাম্পের সামনে এলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নাহার বেগম মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। মেয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জাকির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।