
প্রতি বছর ন্যায় এ-বছরও ভিবিডি ভোলা জেলা আয়োজন করেছে ঈদুল ফিতর উপলক্ষ্যে ” মেহেদী রঙে রাঙা হোক ওদের হাত পর্ব -৩ ” নামক ইভেন্ট। উক্ত ইভেন্টটি আয়োজন করা হয় ভোলা তুলাতলি সুইস গেইট সংলগ্ন, ভাসমান বেদেবহরে।উদ্দেশ্য ছিলো সুবিধাবঞ্চিত বাচ্চাদের সাথে সময় কাটানো এবং ঈদ উপলক্ষে তাদের হাত মেহেদির রঙে রাঙিয়ে দেয়া, এবং পাশাপাশি তাদের আনন্দ দেয়া।
উক্ত ইভেন্টে ভলান্টিয়ার সদস্যরা শিশু এবং কিশোর-কিশোরীদের হাতে মেহেদী রঙে হাত রাঙ্গিয়ে দেয় এবং ঈদের আনন্দ ছড়িয়ে দেয় তাদের মাঝে।
উক্ত ইভেন্টে যে সকল ভলেন্টিয়ার সদস্যরা যুক্ত হয়েছেন সকল কে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।