
ভোলা ইলিশার কাকালী বাড়ীর বাসিন্দা তিনি বাসে করে ভোলা গজারিয়া তার শশুর বাড়ী যাচ্ছিলেন। তার শশুর বাড়ী গজারিয়া শিমুলতলি পাটোয়ারী বাড়ী।
শশুর বাড়ি যাওয়ার পথেই ঘটলো বিপত্তি। বাসে করে তিনি ভোলা থেকে রওনা হওয়ার পথে বাসের মধ্যো কিছু দুষ্কৃতী তাকে নপশাদ্রব্য খাইয়ে অচেতন করে তার সর্বস্ব কেড়ে নেয়। এ ব্যাপারে আপাদত কারো কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এবং থানা কোনো কেস জমা হয়েছি কিনা এখনো জানা যায়নি।