বিনামূল্য গম,ভুট্টা,সরিষা,মুগ,খেসারির বীজ,সূর্যমুখী ও সয়াবিন পেলেন ৯ হাজার ৪০০ কৃষক,কৃষাণী। কৃষি প্রাণোদনা কর্মসূচির আওতায় সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলার অডিটোরিয়ামে কৃষক-কৃষাণীদের বীজ বিতরন করা হয়।
সদর উপজেলার নির্বাহি অফিসার (ইউএনও) জনাব তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব, আরিফুজ্জামান। এ সময়ে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলদ পরিষদের ভাইস চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ ইউনুছসহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারিসূল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরিফুজ্জামান বলেন বর্তমান সরকার সবসময় কৃষকদের কথা ভাবেন তাই কৃষিক্ষাতে বর্তমানে বিনামূল্যে কৃষি উপকরন দিয়ে যাচ্ছেন।