ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ১০০০ (এক হাজার) পিছ ইয়াবা সহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
বৃহস্পতিবার দপুর ১:৩০ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় ফোর্স সহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা লক্ষ্মীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে থেকে ১০০০(এক) হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সোহাগ (৪২), কে আটক করেন। আটককৃত সোহাগ ভোলা জেলার চরফ্যশন উপজেলার কুলসুমবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। আটকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য ধৃতআসামী সোহাগ এর বিরুদ্ধে ভোলা সদর থানায় পূর্বেও ০৬ (ছয়) টি মাদক মামলা রয়েছে।