
ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা শাখার উদ্যোগে ভোলা জেলার মনপুরা উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোলা জেলার মনপুরা উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব আয়োজন করে ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা টিমের সদস্যরা। এসময় মেহেদীর রঙে সুবিধাবঞ্চিত শিশুদের হাত রাঙিয়ে দেয়া হয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা শাখার সদস্যরা।
এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর দিকনির্দেশনায় এবং ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সদস্য ওমায়ের অভির সার্বিক তত্ত্বাবধানে ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা আয়োজিত মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা শাখার সদস্য নুসরাত জাহান সুমাইয়া, তানিয়া ইসলাম, তিমা রানী দাস, অন্তরা রানী দাস, মো: জাহিদুল ইসলাম, ইবান রিপন, মো: রাসেল সহ আরো অনেকে।
ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা শাখা আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মেহেদী উৎসব নিয়ে ইয়েস বাংলাদেশ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) জানান, আমরা ইয়েস বাংলাদেশ সবসময় সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি এরই ধারাবাহিকতায় ভোলা জেলার মনপুরা উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই মেহেদী উৎসবের আয়োজন করেছি। এতে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা অনেক আনন্দিত হয়েছে।
নিউজবিজয়২৪/এফএইচএন