
দ্বীপজেলা ভোলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলো ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ভোলা জেলার ভলান্টিয়াররা।
২ মে অর্থাৎ ঈদের আগের দিন রাতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ভোলা জেলার ভলান্টিয়াররা খুশির ঈদ প্রজেক্টের মাধ্যমে ভোলার অসহায় ও দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হিসেবে ঈদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেয়।
এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ভোলা জেলার সভাপতি মোঃ শাহিন, সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, কোষাধ্যক্ষ খালেদ বিন কবির, ভিবিডি ভোলা জেলার খুশির ঈদ প্রজেক্টের প্রজেক্ট লিডার এবং কমিটি মেম্বার, মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), সদস্য ওমায়ের হোসেন সহ অন্যান্য ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), ভোলা জেলার খুশির ঈদ প্রজেক্টের প্রজেক্ট লিডার এবং ভিবিডি, ভোলা জেলার কমিটি মেম্বার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) জানান, আমরা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, ভোলা জেলার সদস্যরা এই প্রজেক্টের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি এবং হাসি ফোটাতে পেরেছি।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ভোলা জেলার সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক তালহা এবং কোষাধ্যক্ষ খালেদ জানান, তারা মুলত সুবিধাবঞ্চিত পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ নিয়েছে।
এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্যরা ঈদের আগের দিন রাতে সমাজের দরিদ্র পরিবারগুলোর সাথে ঈদ উপহার সামগ্রীর মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।