ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৭ সেকেন্ডের এ ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হয়েছে। এছাড়া বিটিভির ফেসবুক পেজেও ভিডিও বার্তাটির লিংক দেয়া হয়েছে।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্ম নিয়োগ করি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিই। সবাই সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।
https://www.facebook.com/awamileague.1949/videos/713406273254119
উল্লেখ্য, রবিবর (১০ জুলাই) দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হবে। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ।