ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দেশটির রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) নেওয়া হয়েছে তাকে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লির ওই হাসপাতালের একটি প্রাইভেট ওয়ার্ডে ৬৩ বছর বয়সী সীতারামনকে ভর্তি করা হয়েছে।
একাধিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, রুটিন চেক-আপের অংশ হিসেবে সোমবার বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে দেশটির আরেক বার্তা সংস্থা এএনআই বলেছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেটের হালকা সংক্রমণে ভুগছেন।
আগামী ১ ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন বাজেট উপস্থাপনের কথা রয়েছে সীতারামনের। শুক্রবার দেশটির এই অর্থমন্ত্রী আসন্ন বাজেট জনসাধারণের ব্যয়ের সমর্থনে প্রবৃদ্ধি বৃদ্ধি করবে বলে ইঙ্গিত দিয়েছিলেন।
গত সপ্তাহে সীতারামন বলেছিলেন, যাতে দামের কোনও বৃদ্ধি না ঘটে সেজন্য সরকার মূল্যস্ফীতির ওপর গভীর নজর রাখছে।
শনিবার চেন্নাইয়ের তামিলনাড়ুর ডা. এমজিআর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সমাবর্তনে যোগ দিয়েছিলেন সীতারামন।