ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের সরেজমিনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পরিদর্শন করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সব বিদেশি মিশনকে বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদন দিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ড. ইউনূস বলেন, আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই যেখানে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তাই যে কেউ বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রিপোর্ট করতে চাইলে তাদের স্বাগত জানাবো। কোনো অতিরঞ্জিত রিপোর্ট দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে নিজে পরিস্থিতি দেখে রিপোর্ট করা উত্তম।
ফোনালাপে ড. ইউনূস বলেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রতিবদ্ধ। বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। সত্যিকার অর্থে কী ঘটেছে সেটি দেখতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়া ভারতের জনগণকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ড. ইউনূস।
আরও পড়ুন>>>সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে
নিউজবিজয়২৪/এফএইচএন