ভারতের আগরতলায় বাংলাদেশ দুতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ,শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মসজিদুল হুদা মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মতলেবুর রহমান মঞ্জু, হিন্দু মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ,স্বপন কুমার সাহা, আবু জাফর সোহেল রানা, ফিরোজ কবির কাজল ও শিক্ষার্থী আবিদা সুলতানা সহ আরো অনেকে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন