ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

https://www.newsbijoy24.com/

ভাঙচুর-মারামারিতে পণ্ড হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান স্থগিত করেছেন অনুষ্ঠানটির পরিচালক হানিফ সংকেত। সেই সঙ্গে বলেছেন, আপনাদের জন্য সুন্দর আয়োজন ছিল, কিন্তু সম্ভব হলো না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সেখানে অনুষ্ঠান শুরুর পর চেয়ারে বসা নিয়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা দ্রুত মারামারি ও ভাঙচুরে রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করে হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হল না।

এদিকে ঘটনার জন্য কিছু দুষ্টু ছেলেকে দায়ী করছেন রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক। তিনি বলেন, এই ঘটনায় মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছোড়াছুড়ি করেছে, যার ফলে অনুষ্ঠানটি সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানটির জন্য প্রায় দুই হাজার প্রবেশপাসের ব্যবস্থা করা হয়েছিল, তবে উপস্থিত দর্শকের সংখ্যা ছিল প্রায় এক লাখ। এতে অতি ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং শেষে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা অনুষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সানোয়ার হায়দার সবুজ বলেন, আমি প্রবেশপাস নিয়ে এসেছিলাম, তবুও অনুষ্ঠান দেখার সুযোগ পেলাম না। এটা পুরোপুরি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ফল।

রাসেল নামের আরেক দর্শক বলেন, অতিরিক্ত দর্শনার্থী আসবে এটা ধারণা করেই কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি, এটা তাদের ব্যর্থতা।

নিজ ফেইসবুকে এম এ সামাদ লিখেছেন, আমি আর কখনও ইত্যাদি দেখতে যাব না।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এবার মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিলো বিটিআরসি

ভাঙচুর-মারামারিতে পণ্ড হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

প্রকাশিত সময় :- ১০:০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান স্থগিত করেছেন অনুষ্ঠানটির পরিচালক হানিফ সংকেত। সেই সঙ্গে বলেছেন, আপনাদের জন্য সুন্দর আয়োজন ছিল, কিন্তু সম্ভব হলো না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সেখানে অনুষ্ঠান শুরুর পর চেয়ারে বসা নিয়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা দ্রুত মারামারি ও ভাঙচুরে রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করে হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হল না।

এদিকে ঘটনার জন্য কিছু দুষ্টু ছেলেকে দায়ী করছেন রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক। তিনি বলেন, এই ঘটনায় মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছোড়াছুড়ি করেছে, যার ফলে অনুষ্ঠানটি সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানটির জন্য প্রায় দুই হাজার প্রবেশপাসের ব্যবস্থা করা হয়েছিল, তবে উপস্থিত দর্শকের সংখ্যা ছিল প্রায় এক লাখ। এতে অতি ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং শেষে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা অনুষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সানোয়ার হায়দার সবুজ বলেন, আমি প্রবেশপাস নিয়ে এসেছিলাম, তবুও অনুষ্ঠান দেখার সুযোগ পেলাম না। এটা পুরোপুরি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ফল।

রাসেল নামের আরেক দর্শক বলেন, অতিরিক্ত দর্শনার্থী আসবে এটা ধারণা করেই কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি, এটা তাদের ব্যর্থতা।

নিজ ফেইসবুকে এম এ সামাদ লিখেছেন, আমি আর কখনও ইত্যাদি দেখতে যাব না।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন