কুটিকুটি শ্র২২তামম ভক্তদেরকে ফাঁকি দিয়ে ২১ডিসেম্বর ২০২২ ইং তারিখে বার্ধক্য জনিত কারনে লালমনির হাট জেলার রামদাশ উপজেলার শিববাড়ী গ্রামে তার বাসভবন চিরবিদায় নিলেন বাংলাদেশ বেতার রংপুরের প্রখ্যাত গীতিকার ও সফপভভভভভুরকার ভাওয়াইয়ার যাদুকর নীলকমল মিশ্র (৭১)। জন্মগ্রহন করেন ১৯৫২ সালে ৯ ফেব্রুয়ারী। তিনি শুধু গীতিকার সুরকার নয় কবিও ছিলেন এবং আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের র্ধমীও শিক্ষক ছিলেন তিনি, রংপুর বেতার ও উলিপুর ভাওয়াইয়া একাডেমী থেকে কয়েক বার সম্মাননা ক্রেষ্ট অর্জন করেন।
তার হাজারো লেখা ভাওয়াইয়া গান বিভিন্ন শিল্পীর কন্ঠে প্রচার হয়। তিনি একজন গুনি মানুষ ছিলেন তার অনেক গান বেতারে প্রচার হয়েছে, অসুস্থ্য থাকায় স্ব-পরিবারে তার বাড়ীতে যাওয়া হয়েছে, আসলে তিনি খুব চমৎকার মানুষ ছিলেন বলে জানান বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আ লিক পরিচালক ড.হারুন অর রশিদ । বাংলাদেশ ভাওয়াইয়া পরিবারের- বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুরের পরিচালক ভুপতী ভুষণ বর্মা, রংপুর গিদালের আসরের পরিচালক খন্দকার স¤্রাট, ভাওয়াইয়া আসর কুড়িগ্রামের পরিচালক শফিকুল ইসলাম শফি,রংপুর বেতার শিল্পী অনন্ত কুমার দেব, ভাওয়াইয়া অঙ্গন রংপুরের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজার রহমান, ভাওয়াইয়া একাডেমী রংপুরের পরিচালক ফেন্সি,আব্বাস উদ্দিন সাংস্কৃতিক সংগঠনের পরিচালক নুর মোহাম্মদ,বাংলাদে বেতারের নিয়মিত শিল্পী প ানন, রাজারহাট লোক সংগীত সংগঠনের পরিচালক নাজমুল হক, ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর পরিচালক ও এশিয়ান টিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, এবং সকল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীসহ হাজার হাজার শ্রতা তার মৃতুতে শোকাহত।
ব্রেকিং :-
ভাওয়াইয়া যাদুকর ও প্রখ্যাত গীতিকার আর নেই
- শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি :-
- প্রকাশিত সময় :- ১১:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- 361
জনপ্রিয় সংবাদ