মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে বড় ভাই মানিকুর রহমানের (৬০) হাতে আপন ছোট ভাই খালেদুর রহমানকে (৪২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে ছোট ভাইকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামে রবিবার (১ মে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক বড় ভাই মানিক ও তার স্ত্রী মাহমুদা খাতুনকে গ্রেপ্তার করেছে। গ্রামবাসী ও পুলিশ জানায়, পতনউষারের পূর্ব শ্রীসূর্য গ্রামের মানিকুর রহমান ও তার ছোট ভাই খালেদুর রহমানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে ছোট ভাই খালেদুর বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে ফেলায় বড় ভাই মানিক তাকে বাঁশ দিয়ে মারধর করে। এ সময় সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে শমসেরনগর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে স্ত্রীসহ অভিযুক্ত বড় ভাই মানিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ’পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বড় ভাই ও তার স্ত্রীকে আটক করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজ বিজয়/নজরুল