স্পেনের দ্বিতীয় বিভাগে দ্বিতীয় হয়ে আবারও লা লিগায় উঠে এসেছে রোনাল্ডো নাজারিওর মালিকানাধীন রিয়াল ভ্যালাদোলিদ। ক্লাবের প্রচারে নিজেই রাস্তায় নেমে পড়েছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার। ক্লাবের প্রচারে ৪৫০ কিলোমিটার বৈদ্যুতিক সাইকেলে পাড়ি দেবেন। স্পেনের পথে পথে বিতরণ করবেন জার্সি ও কিট। রোববার ভ্যালাদোলিদের হোসে জোরিলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে সান্তিয়াগো দে কম্পোস্টেলায়। দীর্ঘ পথে কয়েক হাজার ভক্ত ও সমর্থক ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডোকে অনুসরণ করবে। ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিক রোনাল্ডো। ২০১৮ সালে ভ্যালোদোলিদের ৫১ শতাংশ শেয়ার কিনেছেন। ক্লাবটির সভাপতিও তিনি। ক্লাবকে সবার সাথে পরিচয় করাতে বেছে নিয়েছেন অভিনব এই পন্থা। দীর্ঘ যাত্রায় ৪৫ বর্ষী মহাতারকাকে সাহায্য করতে সঙ্গী হবে ‘বিশেষজ্ঞ পেশাদারদের’ একটি দলও। ‘আমি জানি শারীরিকভাবে অনেক কষ্ট পাবো, তবে এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। যখন আমরা লা লিগায় ছিলাম না, তখন জানতাম আমাদের প্রথম বিভাগে খেলতে হলে অনেক কাজ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, খুব ভালো কাজ করেছি, বিশেষ করে বছরের শুরুতে, আমরা ক্লাবের সমস্ত দর্শন পরিবর্তন করেছি।’রোনাল্ডো ব্রাজিল জার্সিতে ৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন। এসময় ১২৭ বার মাঠে নেমে ৮৩ গোল জড়িয়েছেন প্রতিপক্ষ জালে। সব ক্লাব মিলিয়ে ৩৮৪ ম্যাচে ২৮০ গোল তার। ২০১১ সালে অবসরের আগে ২০০২ ব্রাজিল বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন।
নিউজ বিজয়/নজরুণ
ব্রেকিং :-
ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডো ৪৫০ কিমি সাইকেলে পাড়ি দেবেন
- নিউজ বিজয় ডেস্ক :-
- প্রকাশিত সময় :- ০৪:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- 272
জনপ্রিয় সংবাদ