
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় বৈদ্যুতিক ফ্যান খুলে পড়ে নবম শ্রেণির চার ছাত্রী আহত হয়েছে। আহত ওই চার শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুরে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কক্ষে এ ঘটনা ঘটে।আহত ওই শিক্ষার্থীরা হলেন, সাবিহা, জাহান এরিনা, সিফা, হিতৈষী রায়।
জানা গেছে, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ১০৮ নং কক্ষে সহকারী শিক্ষক সুব্রত রায় ইংরাজি ক্লাস চলাকালে বৈদ্যুতিক ফ্যান খুলে শিক্ষার্থীদের গায়ে পড়লে তারা আহত হন। পরে তাদের আত্মা চিৎকার শুনে শিক্ষক ও পাশের ক্লাসের শিক্ষার্থীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের কক্ষটি অনেক পুরনো এবং ঘুনেধরা। এর আগেও ফ্যান নিয়ে অভিযোগ করা হলেও বিদ্যালয় কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, কক্ষটি অনেক পুরোনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক শামীমা বেগম বলেন,আমি অসুস্থ থাকায় রংপুরে চিকিৎসা নিচ্ছি। তবে স্কুলের দুর্ঘটনার বিষয়টি জেনেছি। শিক্ষার্থীরা চিকিৎসা নিয়ে এখন ভালো আছে।