গত কয়েক দিনের তুলনায় বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার আভাস নেই, তবে সারাদেশেই গরম কিছুটা বাড়বে। এদিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টিপাতে দেশের সর্বত্র গরম কমেছিল।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো: বজলুর রশীদ বলেন, বুধবার সারা দেশেই গরম কিছুটা বাড়বে। বৃষ্টির পরিমাণও কমে আসবে।
তিনি বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হওয়ায় বুধবার গরম আরো কিছুটা বেশি অনুভূত হতে পারে। দেশের সর্বত্রই এ অবস্থা হতে পারে।
বুধবার সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আর আবহাওয়াও থাকবে শুষ্ক। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস আছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।