অনলাইন ও স্টেশন কাউন্টার থেকে নেয়া যাবে বুধবারের ট্রেনের টিকিট। মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। এর আগে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর ধরে নিয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) পর্যন্ত ঈদযাত্রার টিকিট বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকার স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, বুধবারের ট্রেনের টিকিট অনলাইন ও স্টেশন কাউন্টার, উভয় জায়গা থেকেই সংগ্রহ করা যাবে। যাত্রীরা নিজেদের সুবিধামতো টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।
মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, যেহেতু ঈদ হচ্ছে ১১ এপ্রিল, তাই বন্ধ থাকা ১০ ও ১২ এপ্রিলের আন্ত:নগর ট্রেনের টিকিট একযোগে বিক্রি শুরু হবে আজ মঙ্গলবার রাত ৯টা থেকে অনলাইন এবং কাউন্টারে।
এরআগে, অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ। আর ফিরতি যাত্রার টিকিট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি শুরু হয় ৩ এপ্রিল, যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
নিউজবিজয়২৪/এফএইচএন