দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১২৭৮ ও ১১১৩ দাগে অবস্থিত ২০০৪-২০০৫ অর্থ বছরে উপজেলা প্রকৌশলী এল জি ইডির মাপ যোগ ভুলের কারনে বিদ্যালয় ভবনের কিছু অংশ রাস্তার মধ্যে পড়ে গেলে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ও গণমান্য ব্যাক্তিদের সমন্বয়ে মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ ভেঙ্গে ফেলে রাস্তার রাস্তাটি উপজেলা প্রকৌশলী নির্মান করেন। নির্মানের পর জন সাধারণ নিঘিœনে চলাচল অব্যাহত রয়েছে। সরজমিনে জানা যায় নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শিবরামপুর ইউনিয়নের শাহাডুবি গ্রামের হুসেন আলীর ছেলে আফতাব উদ্দিন ও মুরারীপুর গ্রামের জগেন্দ্র নাথ সেনের ছেলে রাজেন্দ্র নাথ সেন গত ০২/০২/২০০৬ ইং তারিখে আদালতে ৭জন কে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে। আদালত বিবাদীগণকে নোটিশ না করে একতরফা রায় প্রদান করেন উচ্ছেদের জন্য। মামলাটি স্থগিত ও পুন তদন্ত আদেশ চেয়ে বিজ্ঞ সহকারী জজ বীরগঞ্জ আদালতে গত ০৭/০৫/২০২২ ইং তারিখে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি দরখাস্ত দাখিল করেছেন। এ ব্যাপারে এলাকাবাসী সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের শাস্তি দাবি জানিয়েছেন।
ব্রেকিং :-
কু-চক্র মহলের
বীরগঞ্জে মিথ্যা মামলায় একতরফা রায়ে বিদ্যালয়ের একাংশ ভেঙ্গে ফেলার আদেশ জনমনের প্রশ্ন
-
মোঃ সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি:-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০২:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- 465
জনপ্রিয় সংবাদ