সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওয়াতাধীন বিসিএসসহ কোনো নিয়োগ পরীক্ষায়ই প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি। ফলে অভিযোগ ওঠা পরীক্ষাগুলো বাতিল হচ্ছে না।
বুধবার (১১ সেপ্টেম্বর) পিএসসি’র একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে প্রচার হয়েছে। ঐ সংবাদে পিএসসি ক্যাডার ও নন–ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়।
এমন অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে পিএসসি। কমিটির আহ্বায়ক করা হয় সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব আবদুল আলীম খানকে। কমিটির সদস্য পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। তদন্ত কমিটির সদস্যসচিব করা হয় পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হক।
এই কমিটি দীর্ঘদিন প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত করে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তদন্ত কমিটি কোথাও কোনো পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি। প্রতিবেদনটি খুব দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘তদন্ত কমিটি নিরপেক্ষভাবে প্রশ্নফাঁসের অভিযোগ খতিয়ে দেখেছেন। সিআইডি, এনএসআইসহ পরীক্ষক, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। তবে কোনো পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।’
ঐ কর্মকর্তা আরো বলেন, যেহেতু প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি, সেহেতু কোনো পরীক্ষা বাতিলের সুযোগ নেই। বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন খুব দ্রুত সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
নিউজবিজয়২৪/এফএইচএনn