মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহকর্মী নাভীন জিন্দাল কতৃক কটুক্তির প্রতিবাদে দ্বীপ জেলা ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি যুব আন্দোলন। সমাবেশে জেলার বিভিন্ন পেশার লোকজন এবং ছাত্ররা অংসগ্রহন করেন।
আজ শুক্রবার দুপুর ২ টার দিকে ভোলা হাটখোলা জামে মসজিদের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় ভোলা হাটখোলা জামে মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে জেলার প্রধান সড়কপথে তারা স্লোগানে মেতে উঠেন।
তারা বলেন যে বিশ্ব নবীর অপমানে আমরা কোনো মুসলিম ভাইয়েরা চুপ থাকবোনা। আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা আমাদের নবীর সম্মান রক্ষা করবো।
ভারতে নুপুর শর্মা ও সংশ্লিস্ট সকলের কঠিন সাস্তির দাবি তুলে ধরেন তারা।।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্যর সাধারন সম্পাদক মাওলানা নাঈম হোসেন ও মাওঃ মিজানুর রহমান সহ -ভোলার বিশিষ্ট আলেমগন ।