করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন।
এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ২১ হাজার ২৬০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২১৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫০ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার ৫৬ জন।
মঙ্গলবার (৭ জুন) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৪৯৮ জন। মারা গেছেন ১০ লাখ ৩৩ হাজার ৬৯৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৩৩৫ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৭০১ জন।
তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৫৩ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৬ লাখ ৬৭ হাজার ৫৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২৩০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।