সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামে সাম্প্রতিক পাহাড়ী ঢল ও ভারী বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখহাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাঘবেড় বাজারে ২০০ পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা (সাড়ে চৌদ্দ কেজি ওজনের বস্তা) শুকনা ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও সংসদে বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা তুলে দেন।
এসময় বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদীদ,জেলা জাতীয় পাটির সদস্য সচিব মনির উদ্দিন মনির,বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মো.আব্দুল কাদির,ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান মিলন খান,ফতেহপুর চেয়ারম্যান ফারুক আহমেদ,সাবেক চেয়ারম্যান মো.এরশাদ আহমদ,আওয়ামীলীগ নেতা সুলেমান তালুকদার, তৈয়বুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপাস্থিত ছিলেন।
পরে ভাদেরটেক গ্রামের রাবার ড্যামের পাশে সাম্প্রতিক পাহাড়ী ঢল ও ভারী বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ভাংঙ্গা পরিদর্শন করেণ সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
ব্রেকিং :-
বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন-পীর মিসবাহ এমপি
- শামীম আহমদ তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি:
- প্রকাশিত সময় :- ১০:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- 220
জনপ্রিয় সংবাদ