দীর্ঘদিন যাবত বিশুদ্ধ পানির অসুবিধায় জীবন যাপন করে আসছে ৩৫ টি পরিবার। পুরো গ্রাম জুরে নেই কোনো নলকুপের ব্যবস্থা।
খাগড়াছড়ি জেলার,মহালছড়ি উপজেলায় ৪ নং মাইসছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, গোলক পাড়া এলাকায় দীর্ঘদিন থেকেই বসবাস করে আসছে গ্রাম বাসী।কিন্তু পুরো গ্রাম মিলে রয়েছে একটি মাত্র পানির ব্যবস্থা যার উৎস পাহাড়ি ঝর্ণা।
সেখানেও নেই কোনো স্বাস্থ্য সম্মত সু-ব্যবস্থা। বাঁশের নল দিয়ে পানি সংগ্রহের কাজ চালায় গ্রামবাসী।
গ্রাম বাসী বলেন,ইউনিয়ন পরিষদে নলকূপের বরাদ্দ দেওয়া হলেও, পুরো এলাকা জুরে পাথর মাটি হওয়ার কারণে নলকূপ স্থাপন করা সম্ভাব হয়নি। যার কারণে এখন পর্যন্ত পানির সমস্যায় ভূগছে গ্রাম বাসী।
এমত অবস্থায়, উক্ত গ্রামে বিশুদ্ধ পানির সু-ব্যবস্থা করার জন্য, অদ্য,১২ জানুয়ারী ২০২৫ রোজ রবিবার,খাগড়াছড়ি পার্বত্য জেলার সম্মানিত সদস্য বাবু কংজপ্রু মারমা গ্রাম টি পরিদর্শন করেন।
এবং উক্ত গ্রামে একটি স্বাস্থ্য সম্মত হাউজ স্থাপন করে ট্যাপের মাধ্যমে পুরো এলাকায় পানির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বলে জানান গ্রামের স্থানীয় বাসিন্দারা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন