রাজধানীর মোহাম্মদপুর এলাকায় লাথি মেরে বিড়াল হত্যার অভিযোগে আকবর হোসেন শিবলু নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে প্রাণিকল্যাণ আইনে (২০১৯) মামলাটি করেন নাফিসা নওরীন চৌধুরী।
এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
অভিযোগে নাফিসা বলেন, মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মাসুর তাদের জানান, গত ১ ফেব্রুয়ারি তার পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শিবলু বিড়ালটিকে ক্রমাগত লাথি মেরে হত্যা করেছে।
প্রসঙ্গত, নাফিসা নওরীন চৌধুরী প্রাণীদের কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে কাজ করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন