বিএনপি সরকার গঠন করছে কিছু নেতাকর্মীর এমন ধারণায় দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ারং ইন্সটিটিউটে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
বিতর্কিত কাজ থেকে কর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘দলের প্রতি খেয়াল রাখতে হবে, জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। আগামী নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে অনেক কঠিন, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে, ক্ষমতার উৎস জনগণ। তাই ৩১ দফা তৃণমূলে পৌঁছে দিতে ভোটের সময়কার মতো কর্মসূচি নিতে হবে।’
সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমরা সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে, নির্বিঘ্ন নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীন ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি। সেটা যদি অর্জন করতে হয় তাহলে আপনাদের অনেক কিছুর পরিবর্তন করতে হবে। চলা ফেরা উঠা বসা পরিবর্তন করতে হবে আপনাদের।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম বিভাগ বিএনপি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারং ইন্সটিটিউটে এ কর্মশালায় যোগদন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী এ কর্মশালার শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় অংশ নেওয়া নেতাদের বিভিন্ন ইস্যুত প্রশ্নের জবাব দেন তারেক রহমান।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন