জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম কন্যা সন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি ও নবজাতক শিশু দুজনেই বর্তমানে আছেন নিবিড় পর্যবেক্ষণে। দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই। সেই পোস্টে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা-মেয়ে দুজনে বর্তমানে আছেন নিবিড় পর্যবেক্ষণে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে, গতকাল রবিবার ভোরে কলম্বো থেকে ঢাকায় ফিরে মুশফিক। সঙ্গে ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের মাঝে তিন দিনের ছুটি চলমান। সেটা শেষ হলে আবারও তারা যোগ দেবেন দলের সঙ্গে। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।