ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

https://www.newsbijoy24.com/

বাবার মৃত্যুর ১০ দিন পর ট্রেনে পুড়ে মরলেন মেয়ে

  • অনলাইন ডেস্ক :-
  • "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৯:৫৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • 288

বাবার মৃত্যুর ১০ দিন পর ট্রেনে পুড়ে মরলেন মেয়ে। ছবি: সংগৃহীত

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটে।

এই ট্রেনে ভাই-ভাবির সঙ্গে সন্তানদের নিয়ে ঢাকায় ফিরছিলেন এলিনা ইয়াসমিন। বাবার মৃত্যুতে ১০ দিন আগে সন্তানকে নিয়ে বাড়ি গিয়েছিলেন তিনি।
বেনাপোল এক্সপ্রেসে নিহত চারজনের মরদেহ শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হলে তার স্বজনরা ভিড় করেন। তাদের দাবি, চারজনের মধ্যে এলিনাও একজন।

মুরাদ হোসেন নামে এক ব্যক্তি জানান, ১০ দিন আগেই এলিনার বাবা মারা গেছেন। এজন্য ছেলেকে নিয়ে সে বাড়ি যায়। বেনাপোল এক্সপ্রেসে তার ছোট ভাইয়ের স্ত্রী এলিনা ইয়াসমিন ও পাঁচ মাসের ছেলে সৈয়দ আরফান এবং আরফানের মামা ও মামি ছিলেন। গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলা থেকে ঢাকায় মিরপুর ৬০ ফিটের বাসায় ফিরছিলেন তারা। তবে আরফানের বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন ঢাকার বাসায় ছিলেন।

মুরাদ বলেন, ‘আরফানের মামার মাধ্যমে ট্রেনে আগুন লাগার খবর পাই। আরফান এবং তার মামা-মামি ট্রেন থেকে বের হতে পারলেও এলিনাকে দেখা যায়নি। তারা ধারণা করছে, সে ট্রেনের ভেতর পুড়ে মারা গেছে। মর্গে আনা চার মরদেহের মধ্যে এলিনাও আছে।’

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, মরদেহ চারটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। প্রাথমিকভাবে দেখে এদের মধ্যে একজন পুরুষ, একজন শিশু এবং বড় চুল দেখে একজনকে নারী হিসেবে শনাক্ত করা গেছে। বাকি একজন পুরুষ না কি নারী তা দেখে বোঝার উপায় নেই।

তিনি আরও বলেন, রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ চারটি মর্গে রাখা হয়। শনিবার ময়নাতদন্ত হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন

সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

দুনিয়া ও আখেরাতের ফেতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা

বাবার মৃত্যুর ১০ দিন পর ট্রেনে পুড়ে মরলেন মেয়ে

"নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৯:৫৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটে।

এই ট্রেনে ভাই-ভাবির সঙ্গে সন্তানদের নিয়ে ঢাকায় ফিরছিলেন এলিনা ইয়াসমিন। বাবার মৃত্যুতে ১০ দিন আগে সন্তানকে নিয়ে বাড়ি গিয়েছিলেন তিনি।
বেনাপোল এক্সপ্রেসে নিহত চারজনের মরদেহ শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হলে তার স্বজনরা ভিড় করেন। তাদের দাবি, চারজনের মধ্যে এলিনাও একজন।

মুরাদ হোসেন নামে এক ব্যক্তি জানান, ১০ দিন আগেই এলিনার বাবা মারা গেছেন। এজন্য ছেলেকে নিয়ে সে বাড়ি যায়। বেনাপোল এক্সপ্রেসে তার ছোট ভাইয়ের স্ত্রী এলিনা ইয়াসমিন ও পাঁচ মাসের ছেলে সৈয়দ আরফান এবং আরফানের মামা ও মামি ছিলেন। গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলা থেকে ঢাকায় মিরপুর ৬০ ফিটের বাসায় ফিরছিলেন তারা। তবে আরফানের বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন ঢাকার বাসায় ছিলেন।

মুরাদ বলেন, ‘আরফানের মামার মাধ্যমে ট্রেনে আগুন লাগার খবর পাই। আরফান এবং তার মামা-মামি ট্রেন থেকে বের হতে পারলেও এলিনাকে দেখা যায়নি। তারা ধারণা করছে, সে ট্রেনের ভেতর পুড়ে মারা গেছে। মর্গে আনা চার মরদেহের মধ্যে এলিনাও আছে।’

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, মরদেহ চারটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। প্রাথমিকভাবে দেখে এদের মধ্যে একজন পুরুষ, একজন শিশু এবং বড় চুল দেখে একজনকে নারী হিসেবে শনাক্ত করা গেছে। বাকি একজন পুরুষ না কি নারী তা দেখে বোঝার উপায় নেই।

তিনি আরও বলেন, রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ চারটি মর্গে রাখা হয়। শনিবার ময়নাতদন্ত হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন