ব্যাংক খাতে লুটপাট ও নানা অনিয়মে সহযোগিতার অভিযোগে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন বাংলাদেশ ব্যাংকের একদল কর্মকর্তা-কর্মচারীরা। তারা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানসহ ছয় শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে আন্দোলন শুরু করেন তারা।
এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। এ সময় কার্যালয় থেকে পালিয়ে যান ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা।
জানা গেছে, গভর্নর এদিন অফিসে আসেননি। অন্য ডেপুটি গভর্নরদের মধ্যে ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানের কাছ থেকে সাদা কাগজে জোর করে পদত্যাগপত্র নিয়ে ব্যাংক থেকে বের করে দেয়া হয়েছে। অন্য তিন ডেপুটি গভর্নর অফিসে আসেননি। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা এরপর একে একে ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো: খুরশীদ আলম ও মো: হাবিবুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। কাগজে সই করে তারা জানান যে তারাও পদত্যাগ করেছেন।
পরে ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মো: নাসের ও বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসকে পদত্যাগ করতে বলেন।
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।
আরও পড়ুন>>প্রতিশোধ নয়, সবাই মিলে দেশ গড়ার আহবান খালেদা জিয়ার
নিউজবিজয়২৪/এফএইচএন