
নওগাঁর বদলগাছীতে বিষাক্ত ইদুর মারার গ্যাস ট্যবলেট খেয়ে ৩৫বছর বয়সী গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বদলগাছীর বিলাসবাড়ীর বারোফালা গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত রেশমা আক্তার আইভি (৩৫) বদলগাছীর বিলাসবাড়ী ইউপির বারফালা গ্রামের এরশাদ আলীর মেয়ে ও মৃত জলিলের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার ৪ঠা মে সকাল ১১টায় রেশমা আক্তার আইভি(৩৫) সবার অজান্তেই বারোফালা ইয়াদ আলীর কীটনাশকের দোকান থেকে ইদুর মারার গ্যাস ট্যাবলেট কিনে খেয়ে নেয়। ইদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি মা ও খালাকে জানালে ভ্যান করে সাথেসাথে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থা আশংকজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেশমা আক্তার আইভীকে রাজশাহী মেডিক্যাল কলেজে রেফার্ড করে। রাজশাহী নিয়ে যাবার পথে দুপুর সাড়ে ১২টায় নওহাটা নামক স্থানে মৃত্যু বরণ করে। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৫টায় ঘটনাস্থলে আসেন।এরপর সন্ধ্যা ৭টায় বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও তদন্ত ওসি রায়হান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, রেশমা আক্তার আইভি ঢাকাতে গার্মেন্টসে কাজ করতো। সেখানেই জলিল নামে এক ব্যক্তিকে বিয়ে করে। তাদের একটি ১১বছরের কন্যা সন্তান রয়েছে। বছর কয়েক আগে জলিল অসুস্থ হয়ে মারা গেলে রেশমা আক্তার আইভি বাবার বাড়ীতেই মেয়েকে রেখে ঢাকায় গার্মেন্টসে চাকুরি করে। রেশমা আক্তার আইভির ভাই ইদ্রিস আলী(২৮) ও গার্মেন্টসে চাকুরি করতো। দুই ভাই বোন মিলে টাকা জমিয়ে বাড়ীতে ৫কাঠা জমি কিনে। রেশমা আক্তার আইভির বাবা এরশাদ আলী(৫৫) সেই জমি ছেলে মেয়ের নামে না করে শুধু ছেলে ইদ্রিস আলীর নামে রেজিট্রি করে। এ নিয়ে পারিবারিক ভাবে বাবা,ভাইয়ের সাথে দন্দ্ব চলে আসছিল। গত ২২শে এপ্রিল রোজার ইদে ছুটিতে আসছিলো তখনো এ নিয়ে দন্দ্ব হয়। ইদের ছুটি শেষে ঢাকা কর্মস্থলে যাওয়ার পর রান্না করতে হাত পুড়ে গেলে গত ৩রা মে বুধবার আবারো বাড়ীতে আসে এবং বৃহস্পতিবার দুপুরে গ্যাসের বড়ি খেয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী আরও জানায়, ৫কাঠা জমির জন্য রেশমা জীবন দিলো। তার ছোট মেয়েটা এতিম হলো। রেশমার মৃত্যুর জন্য রেশমার পিতা ও ভাইকে দায়ী করে।
স্থানীয় দোকানী বাদশা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় আমার দোকান থেকে বাজার করে। হাসি খুশি দেখেছি। গতকাল ছুটিতে বাড়ীতে এসেছিলো। কি হলো যে আত্মহত্যা করলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ভ্যান চালক বলেন, ছোট মেয়েটা বলল যে নানী মা মরেছে আমি ঐ বাড়িতে থাকলে আমিও বিষ খায়ে মরে যাবো।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সত্যতা জানা যাবে। এ ব্যপারে একটি ইউডি মামলা করা হয়েছে।